তিন সপ্তাহ ধরে বন্ধ জারিয়া লোকাল ট্রেন, ভোগান্তিতে হাজারো যাত্রী

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ১৭

জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া লোকাল ট্রেনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ধোবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার হাজার হাজার মানুষ। ফলে বিকল্প পথে অতিরিক্ত খরচ ও জীবনের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন স্থানে তারা প্রতিদিন যাতায়াত করছেন।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেলস্টেশন থেকে পাঁচ বগির জারিয়া লোকাল ট্রেনটি প্রতিদিন চারবার এ পথে চলাচল করত। উক্ত রেলপথে কোনো আন্তঃনগর ট্রেন না থাকায় স্থানীয় যাত্রীরা সম্পূর্ণভাবে এই লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেদিনই সেটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। তিন সপ্তাহ কেটে গেলেও এখনো ইঞ্জিনটি ফেরত আসেনি বা বিকল্প কোনো ইঞ্জিন সরবরাহ করা হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট সেলিম হারুন জানান, ইঞ্জিন সংকটের কারণে জারিয়া লোকাল ট্রেনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামত সম্পন্ন হলে ট্রেনটি পুনরায় চালু করা হবে। তবে কবে থেকে এ মুহূর্তে বলা যাচ্ছে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত