ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯: ৪৮

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৭নভেম্বর)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে উজান কলকিহারা নদ থেকে বালু উত্তোলন কালে হাতেনাতে দুইজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। সিকান্দার আলী ও আফসার আলী তারা দুজনই উজান কলকিহারা গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কাছাকাছি স্থান থেকে ড্রেজায় বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষণাৎ থানা পুলিশ ও আনসার সদস্যদের সহায়তা নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের সময় সিকান্দার আলী ও আফসার আলী নামে দুইজনকে আটক করে মোবাইল কোর্ট করে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। অভিযান শেষে আসামী দুইজনকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, গুপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মেরুরচর উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তল করে আসছে একটি চক্র। তৎক্ষণাৎ পুলিশ ও আনসারদে সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে মোবাইল কোর্ট করে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে আসামীদের জেল হাজতে প্রেরণের জন্য আসামীদের বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত