সড়ক দুর্ঘটনায় দাদি-নাতিন নিহত, আহত ৫

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২: ১২

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ফরিদা আক্তার (৬৫) ও নুসরাত আক্তার (৮ মাস) নিহত হয়েছেন। সম্পর্কে তারা দাদি-নাতিন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন। নিহত ফরিদা আক্তার উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্ব চারিপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের স্ত্রী ও শিশু নুসরাত আক্তার প্রবাসী মনির হোসেনের একমাত্র সন্তান।

বিজ্ঞাপন

গুরুতর আহতরা হলেন নিহত নুসরাতের মা হাফসা আক্তার (২৬), বাবু মিয়া (৫৫), রিমা আক্তার (২৭), রুবেল মিয়া (২২) ও রেনুয়ারা খাতুন (৪৫)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের স্বনির্ভর বাজারের কাছে।

দুর্ঘটনায় আহত রুবেল মিয়া জানান, শনিবার সকালে কুরিয়ারচর উপজেলার ডুমড়াকান্দা গ্রামে একজন রোগী দেখার জন্য আমরা সিএনজিযোগে বাড়ি থেকে বের হই। স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সরাসরি আমাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশুসহ ৬ জনই গুরুতর আহত হয়।

আহতদের প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে জহুরুল ইসলাম মেডিকেলে পাঠানো হয়। ফরিদা আক্তার ও শিশু নুসরাত আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল নেয়া হয়। যাওয়ার সময় পথে নুসরাত আক্তার মারা যায়। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় ফরিদা আক্তার মারা যান।

কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের স্বনির্ভর বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী শিশুসহ দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৪ জন। ট্রাক্টরচালক পালিয়ে গেছে। ট্রাক্টর থানায় আটক রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত