আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ‘ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফুলবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন স্থান থেকে জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনের সমর্থনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকজান বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলটিতে নেতৃত্ব দেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, মো. জাকির হোসেন মুঞ্জু, মোফাজ্জল হক তারা, মো. রবিউল আলমসহ ছাত্রশিবিরের সাবেক কয়েকজন।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অধ্যাপক জসিম উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে দল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ২০০১ সালে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে জিতেও স্থানীয় বিভেদ ও বিরোধী পক্ষের ভোট চুরির কারণে হেরে যান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। ২০১৫ সালে তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ ছয় মাস কারাভোগের পর ২০১৬ সালে মুক্তি পান।
তারা বলেন, যে কলেজে তিনি কর্মরত ছিলেন, সেখানে ফ্যাসিস্ট সরকার তাকে অনুপস্থিত দেখিয়ে সাময়িক বরখাস্ত করে এবং শেষ পর্যন্ত তাকে সেভাবেই অবসরে যেতে বাধ্য করে। এখনো তিনি অবসর সুবিধা পাননি। এতোকিছুর পরও বিগত সরকারের পুরোটা সময় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি এলাকাতেই অবস্থান করেন এবং আরও বিভিন্ন নির্যাতনের শিকার হন।
মিছিলে উপস্থিত ব্যক্তিরা বলেন, এই আসনে অধ্যাপক জসিম উদ্দিন পরিচিত মুখ। ফুলবাড়ীয়ায় জামায়াত মানেই অধ্যাপক জসিম উদ্দিন এবং সবাই তাকে চেনে ও শ্রদ্ধা করেন। তাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে তিনিই এই আসনের জন্য সবচেয়ে উপযুক্ত।
কেন্দ্রীয় সংগঠনের কাছে আবারও একবার মাঠ জরিপ করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান বক্তারা। তারা উল্লেখ করেন, জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হলে এই আসন জামায়াত নিশ্চিতভাবে জয়ী হবে।
ফুলবাড়ীয়ার আপামর জনসাধারণ জামায়াতকে ভালোবেসে একজন সৎ ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিকে আগামী দিনে নির্বাচিত করতে এই ব্যানারে একত্রিত হয়েছেন বলেও জানান তারা।
‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র আহ্বায়ক মো. রবিউল আলম বলেন, “ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পরিবর্তন করে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনের মনোনয়নের দাবিতে ও তার সমর্থনে সাধারণ মানুষ এই বিক্ষোভ মিছিলটি করেছেন।”
জানা গেছে, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনকে ফুলবাড়িয়া আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন বলেন, “যারা মিছিল করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদধারী নেতা নন, সমর্থক হতে পারেন। এসব করে কোনো লাভ হবে না।”
গত শুক্রবার বিকেলে উপজেলা সদরের একটি কনভেনশন সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, “যারা বিক্ষুব্ধ হয়েছে, তারা আমাদের দলেরই লোক। তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করতে হবে, কোনো পুলিশি আচরণ করা যাবে না।”

