আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৯ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

১৯ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ ১৯ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার সকালে নেত্রকোনা ডিবি ও পূর্বধলা থানা পুলিশ ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বুলবুল মীর উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, গ্রেপ্তারকৃত বুলবুল মীরের বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, পুলিশের ওপর হামলা, মারামারি, সরকারি গোডাউনে চুরি ও অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...