আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার রাসেল

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম পাকুন্দিয়ার রাসেল

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আব্দুল্লাহ আল রাসেল। মঙ্গলবার (১১নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

আব্দুল্লাহ আল রাসেল উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের কৃষক সায়েম উদ্দিন এর ছেলে। তাঁর এমন কৃতিত্বে এলাকাজুড়ে আনন্দ বইছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল্লাহ আল রাসেল ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে অনার্স এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে মাস্টার্স সম্পন্ন করেন।

এর আগে ২০১৪ সালে তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।

আব্দুল্লাহ আল রাসেল জানান, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া টা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস নিয়ে বড় স্বপ্ন দেখতে শেখে।

প্রসঙ্গত, বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ৯ নভেম্বর শেষ হয়। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে।

পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ২১৯ জন এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন