গোয়ালঘরে আগুন, গরু-ছাগল বাঁচাতে পুড়ে মরলেন নারী

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১১: ১৮

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা খড়ের আগুনে দুটি গরু ও তিনটি ছাগল মারা গেছে। এ সময় গরু-ছাগল রক্ষা করতে গিয়ে উম্মে কুলসুম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকার জাকিরুল ইসলাম জাক্কুর স্ত্রী।

বিজ্ঞাপন

জানা যায়, জাকিরুল ইসলাম জাক্কুর গোয়ালঘরে দুটি গরু ও তিনটি ছাগল বাঁধা ছিল। সোমবার সন্ধ্যায় মশা দূর করতে গোয়ালঘরে খড়ের আগুন জ্বালিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন জাক্কু। রাত ৮টার দিকে খড় থেকে আগুনের সূত্রপাত ঘটে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গরু ও ছাগল বাঁচাতে ছুটে যান জাক্কুর স্ত্রী উম্মে কুলসুম। তিনি গোয়ালঘরে ঢুকে গরু-ছাগলের বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন। এ সময় তার শরীরে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গোয়ালঘরে থাকা গবাদিপশুগুলো পুড়ে মারা যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত