আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদলগাছীতে বিয়ের বাস উল্টে আহত ৩০

উপজেলা প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)

বদলগাছীতে বিয়ের বাস উল্টে আহত ৩০

নওগাঁর বদলগাছীতে একটি বিয়ের বাস উল্টে ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার রাত অনুমান ৮টার দিকে উপজেলা পরিষদের বিআরডিবি অফিস সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটেছে।

বিজ্ঞাপন

আদিবাসী সম্প্রদায়ের বিয়ের বাসটি জয়পুরহাট অভিমুখে যাওয়ার সময় বাসচালক অতিরিক্ত চোলাই মদ পান করার ফলে মস্তিষ্ক ঠিক রাখতে না পারায় রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে প্রায় ৪৫ জন যাত্রীর মধ্যে ৩০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিয়ের বর মাইক্রোবাসে থাকায় তাদের কোনো ক্ষতি হয় নাই। উৎসুক জনতা জানতে পেরে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন