আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোদাগাড়ীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)
গোদাগাড়ীতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে মারেজান বেগম (৬২) নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মারেজান বেগমের স্বামীর নাম নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা গেছে, মারেজান বেগমের স্বামী অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় তিনি বাড়িতে একাই ছিলেন। শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে ঘরের ভেতরে গলাকাটা অবস্থায় মারেজানের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, প্রতিবেশীরা ওই দিন সকাল ১০টার দিকে মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছিলেন। এরপর তাকে আর দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশটি রাতেই রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় এবং রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন