
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।
এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। রাজুকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
বুধবার রাত ২টার পরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদে জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।
এর আগে, ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চক ভোলা খাঁ এলাকায় তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ১৬ মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল।
এ সময় তার কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। রাজুকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মানুষজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
রিজ্জাকুল রহমান রাজু (৪৬) শিবগঞ্জ উপজেলার চক ভোলা খাঁ এলাকার বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি।
বুধবার রাত ২টার পরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংবাদে জানতে পারে আসামি ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অবস্থান করছে। পরে তাদের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও পুলিশ আক্রান্ত মামলা ছাড়াও হত্যা ও নাশকতার প্রায় ১৬টি মামলা রয়েছে।
এর আগে, ৪ অক্টোবর সন্ধ্যায় শিবগঞ্জ থানার চক ভোলা খাঁ এলাকায় তাকে গ্রেপ্তার করে থানায় আনার পথে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন হামলা চালায়। ওই সময় পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে মারধর করে হাতকড়াসহ রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে পুলিশ থানায় মামলা করে। সেই মামলায় ১১ নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামি রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক হিসাবরক্ষক আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে দুর্নীতির মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক মো. শামীম।
২২ মিনিট আগে
রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় প্রায় ১৫ কোটি টাকায় নির্মাণ হচ্ছে মডেল মসজিদ। গুরুত্বপূর্ণ এই স্থাপনা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ আছে। এছাড়া পুরো কাজও এখনো শেষ হয়নি। অসম্পূর্ণ ভবনই নয়ছয় বরে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর এন ইয়াকুব এন্টারপ্রাইজ। এ অনিয়মে
১ ঘণ্টা আগে
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ডেঙ্গু জ্বরের পরীক্ষার রিপোর্টে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। দু'ঘণ্টার ব্যবধানে একই রোগীর ডেঙ্গু টেস্টে ভিন্ন ভিন্ন প্রতিবেদন দেয় তিনটি বেসরকারি ডায়াগনস্টিক। এতে রোগীর চিকিৎসা নিয়ে দ্বিধায় পড়েছেন উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আর নিজের শারীরিক অবস
১ ঘণ্টা আগে