আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহর এলাকা প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম, ইদ্রিস আলী, আবু তাহের, ফারুক আহম্মেদ, আনোয়ারুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, জোবায়ের হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা মাসুম, রায়হানুল হক রনি, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন প্রমুখ।

বক্তারা অবিলম্বে হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন