বগুড়ায় আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২১: ০৬

বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের বড় কুমিড়ায় আসামি ধরতে গিয়ে এসআই জাহাঙ্গীরসহ দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হন।

রোববার সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করতে গেলে উপশহর ফাঁড়ির দুই পুলিশ সদস্য এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. মানিকুজ্জামানকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যের সহযোগিতায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, জিআর মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে দুই পুলিশ সদস্য ঝোপগাড়ি এলাকায় গেলে ওই আসামি তাদের চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত