আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুরুদাসপুরে বাল্যবিয়ে নস্যাৎ, বরকে কারাদণ্ড ও জরিমানা

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

গুরুদাসপুরে বাল্যবিয়ে নস্যাৎ, বরকে কারাদণ্ড ও জরিমানা

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে নিরোধ আইনে অভিযান চালিয়ে এক বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কুমারখালী গ্রামের মো. নবির উদ্দিনের ছেলে মো. বাহারুল ইসলামের সাথে নাজিরপুর নতুনপাড়ার গ্রামের মো. শামসুন হকের নাবালিকা মেয়ে মোছা. ইতি খাতুনের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে বাল্যবিয়ে নিরোধ আইনে বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়। অভিযানে গুরুদাসপুর থানা পুলিশসহ আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বাল্যবিয়ে শুধু অপরাধ নয়, এটি সমাজের জন্য অভিশাপ। এ ধরনের অপরাধে ছাড় নেই, আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তবে সচেতনতা বাড়াতে অভিভাবক, সমাজের মানুষ ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল হতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন