মাদক পরিবহনের দায়ে ট্রাকসহ চালক হেলপার আটক

উপজেলা প্রতিনিধি, (বেড়া) পাবনা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১১: ৫৩

পাবনার বেড়ায় অভিনব কায়দায় মাদক বাহনের দায়ে ট্রাকসহ চালক হেলপারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌর এলাকার কাগমাইরপাড়া এলাকায় পাথরভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদ ও ১৫০ বোতল ফেনসিডিলসহ চালক সামাউল (৩১) ও হেলপার রফিকুলকে (৩০)আটক করেন। তারা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম হাবিবুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল একটি পাথরবোঝাই ট্রাকে কিছু মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশে নেয়া হচ্ছে। তারা ঢাকা-পাবনা মহাসড়ক বাইপাস করে ট্রাকটি বেড়া পৌর এলাকার বন্যা নিয়ন্ত্রণ আঞ্চলিক সড়ক দিয়ে কাজিরহাট ফেরিঘাটের দিকে যাচ্ছে। এ সময় কাগমইর পাড়ার কাছে পৌঁছাতেই পুলিশ ঢাকা মোট্রো ট-১৫-৪৮১৯ পাথরভর্তি ট্রাকটি আটকে ব্যাপক তল্লাশি চালায়।

পরে ট্রাকটি থেকে লুকানো ১৫ বোতল বিদেশি মদ ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য পরিবহনের দায়ে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত