আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

জানা যায়, মোটরসাইকেল আরোহী যুবক কাওছার হোসেনের স্ত্রী ও কন্যাকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নজিপুর বাসস্ট্যান্ড ছিটকে পড়েন। নিজ বাড়ি ফিরার পথিমধ্যে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। এসময় তার স্ত্রী খাতিজা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা আক্তার (৮) ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন