
রাজশাহী অফিস

নভেম্বরের শুরুতেই হঠাৎ টানা দুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর কৃষক সমাজ। অপ্রত্যাশিত এ বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে শাকসবজি, ধান, পেঁয়াজসহ মৌসুমি ফসল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকা, ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজারের বেশি কৃষক।
জানা যায়, জেলার পবা, মোহনপুর, দুর্গাপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিয়ালবেড় গ্রামের কৃষক রাব্বানী মণ্ডল বলেন, বাজারে তোলার আগেই মুলা শেষ। পাঁচ বিঘা জমি পানিবন্দি। আষাঢ় মাসেও এমন বৃষ্টি হয় না। তবে কৃষি অফিসের লোকজন মাঠে এসেছেন, খবর নিয়েছেন। সরকার বীজ-সার দিচ্ছে, পানি শুকালে আবার লাগামু, হাল ছাড়মু না।
পাইকপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, ১২ কাঠা জমিতে শাকসবজি করেছিলাম, সব শেষ। এখন আবার নতুন করে লাগাতে সময় লাগবে। একই গ্রামের আব্দুর রাজ্জাকের বি-৮৭ জাতের ধানও পানিতে তলিয়ে গেছে। তার ছেলে সোহানুর রহমান বলেন, ধান কাটার আগেই মাঠ ডুবে গেছে। অর্ধেক ধান নষ্ট হবে, খরচও উঠবে না।
দুর্গাপুর উপজেলার সিংগা গ্রামের কৃষক জাহিদ হোসেন জানান, দুই বিঘা জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। এক সপ্তাহ পরেই কাটার কথা ছিল। হঠাৎ এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নিম্নচাপের কারণে নভেম্বরের শুরুতেই অপ্রত্যাশিতভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। মাত্র দুই দিনের বৃষ্টিতে জেলার প্রায় দুই হাজার ১৫০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ২৭ লাখ টাকার মতো।
তিনি আরো জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকসবজিতে ২৬৭ লাখ টাকা, রোপা আমনে ১১৬ লাখ টাকা, পেঁয়াজে ১২৭ লাখ টাকা ও সরিষায় ১৮৫ লাখ টাকার মতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রণোদনা বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান। তিনি বলেন, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বিনামূল্যে সার ও বীজ দিচ্ছি। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি যেন পানি শুকিয়েই দ্রুত নতুন ফসল লাগাতে পারেন।
রাজশাহীর পবা, মোহনপুর, দুর্গাপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলাজুড়ে এখনো কিছু জমিতে পানি জমে আছে। তবে কৃষকরা আশাবাদী প্রকৃতি একটু সহায় হলে, সরকারি সহযোগিতায় আবার ফসলের মাঠে প্রাণ ফিরে আসবে।

নভেম্বরের শুরুতেই হঠাৎ টানা দুদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর কৃষক সমাজ। অপ্রত্যাশিত এ বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়েছে শাকসবজি, ধান, পেঁয়াজসহ মৌসুমি ফসল। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ২৭ লাখ টাকা, ক্ষতিগ্রস্ত হয়েছেন চার হাজারের বেশি কৃষক।
জানা যায়, জেলার পবা, মোহনপুর, দুর্গাপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিয়ালবেড় গ্রামের কৃষক রাব্বানী মণ্ডল বলেন, বাজারে তোলার আগেই মুলা শেষ। পাঁচ বিঘা জমি পানিবন্দি। আষাঢ় মাসেও এমন বৃষ্টি হয় না। তবে কৃষি অফিসের লোকজন মাঠে এসেছেন, খবর নিয়েছেন। সরকার বীজ-সার দিচ্ছে, পানি শুকালে আবার লাগামু, হাল ছাড়মু না।
পাইকপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, ১২ কাঠা জমিতে শাকসবজি করেছিলাম, সব শেষ। এখন আবার নতুন করে লাগাতে সময় লাগবে। একই গ্রামের আব্দুর রাজ্জাকের বি-৮৭ জাতের ধানও পানিতে তলিয়ে গেছে। তার ছেলে সোহানুর রহমান বলেন, ধান কাটার আগেই মাঠ ডুবে গেছে। অর্ধেক ধান নষ্ট হবে, খরচও উঠবে না।
দুর্গাপুর উপজেলার সিংগা গ্রামের কৃষক জাহিদ হোসেন জানান, দুই বিঘা জমির আধাপাকা ধান তলিয়ে গেছে। এক সপ্তাহ পরেই কাটার কথা ছিল। হঠাৎ এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নিম্নচাপের কারণে নভেম্বরের শুরুতেই অপ্রত্যাশিতভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। মাত্র দুই দিনের বৃষ্টিতে জেলার প্রায় দুই হাজার ১৫০ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ২৭ লাখ টাকার মতো।
তিনি আরো জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকসবজিতে ২৬৭ লাখ টাকা, রোপা আমনে ১১৬ লাখ টাকা, পেঁয়াজে ১২৭ লাখ টাকা ও সরিষায় ১৮৫ লাখ টাকার মতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রণোদনা বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান। তিনি বলেন, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বিনামূল্যে সার ও বীজ দিচ্ছি। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি যেন পানি শুকিয়েই দ্রুত নতুন ফসল লাগাতে পারেন।
রাজশাহীর পবা, মোহনপুর, দুর্গাপুর, তানোর ও গোদাগাড়ী উপজেলাজুড়ে এখনো কিছু জমিতে পানি জমে আছে। তবে কৃষকরা আশাবাদী প্রকৃতি একটু সহায় হলে, সরকারি সহযোগিতায় আবার ফসলের মাঠে প্রাণ ফিরে আসবে।

দিনাজপুরের পার্বতীপুরে বন বিভাগের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় দুই ছেলেসহ আ.লীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। আটক মোকছেদুল আলম উপজেলার হাবড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। শনিবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
৪ মিনিট আগে
বাগেরহাটের মোংলার পশুর নদীতে করমজল ভ্রমণ শেষে ফেরার পথে একটি জালিবোট উল্টে আমেরিকা প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর২৫) দুপুরে সুন্দরবনের ডাইনমারি খালের তিলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরো ভালোভাবে চলবে।
১ ঘণ্টা আগে
চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF)। শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয়।
১ ঘণ্টা আগে