
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে মা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে কাহালুর ভান্ডার ফ্যাক্টরির সামনে দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে মা আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬) যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সিএনজির পেছনে আঘাত করে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজি যাত্রী মা ও মেয়ে মারাত্মক আঘাত পায়। আহত হন সিএনজি চালকও। হাসপাতালে নেয়ার আগেই আইনুন নাহার ঘটনাস্থলেই মারা যায়। তিনি আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী ।
অপরদিকে আহত আরাত (৬) ও সিএনজি চালককে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আরাতকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। তার মেয়ে আরাত (৬) ও সিএনজি চালক আহত হয়। ওসি নিতাই চন্দ্র সরকার আরও জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। চালকের
নাম জানতে পারিনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বগুড়ার কাহালুতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে মা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে কাহালুর ভান্ডার ফ্যাক্টরির সামনে দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে মা আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬) যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সিএনজির পেছনে আঘাত করে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজি যাত্রী মা ও মেয়ে মারাত্মক আঘাত পায়। আহত হন সিএনজি চালকও। হাসপাতালে নেয়ার আগেই আইনুন নাহার ঘটনাস্থলেই মারা যায়। তিনি আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী ।
অপরদিকে আহত আরাত (৬) ও সিএনজি চালককে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আরাতকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। তার মেয়ে আরাত (৬) ও সিএনজি চালক আহত হয়। ওসি নিতাই চন্দ্র সরকার আরও জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। চালকের
নাম জানতে পারিনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৩ মিনিট আগে
আমি শিবগঞ্জের মানুষ, আমার নিবন্ধনকৃত দল রয়েছে, আমার নিজস্ব মার্কা রয়েছে, আমি শিবগঞ্জ থেকেই ভোট করব। যদি নাগরিক ঐক্য সরকার গঠন করতে পারে তাহলে বয়স্কদের প্রতিমাসে ১০০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হবে।
১৩ মিনিট আগে
জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী যুব বিভাগ।
১৫ মিনিট আগে
পৌর ছাত্রদলের সেক্রেটারি ইবনে আজাদ কমলকে প্রকাশ্যে দিনের-আলোয় পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও যুবদল নেতা শাকিলকে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। যারা হত্যার সাথে জড়িত, সেসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
১৯ মিনিট আগে