আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাহালুতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
কাহালুতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালুতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে মা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে কাহালুর ভান্ডার ফ্যাক্টরির সামনে দিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে মা আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬) যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সিএনজির পেছনে আঘাত করে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। সিএনজি যাত্রী মা ও মেয়ে মারাত্মক আঘাত পায়। আহত হন সিএনজি চালকও। হাসপাতালে নেয়ার আগেই আইনুন নাহার ঘটনাস্থলেই মারা যায়। তিনি আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী ।

অপরদিকে আহত আরাত (৬) ও সিএনজি চালককে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা আরাতকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। ভান্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাত ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। তার মেয়ে আরাত (৬) ও সিএনজি চালক আহত হয়। ওসি নিতাই চন্দ্র সরকার আরও জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। চালকের

নাম জানতে পারিনি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন