রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে মো. কাজল (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। নিহত কাজল ওই এলাকার কামালের ছেলে।
সোমবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজলের নেশা করার অভ্যাস ছিল। মাঝে মধ্যে গ্যারেজে গাড়ি ধোয়ার কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তিনি রাতে বা ভোরে নেশার টাকার জন্য গাছ থেকে ডাব পাড়তে গিয়ে পড়ে যান। ঘটনাস্থলে গাছ থেকে পড়ার চিহ্নও পাওয়া গেছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গাছ থেকে পড়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

