শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০: ৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার বড়চক দৌলতপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার বড়চক দৌলতপুর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা বেগম (৩২) এবং তার ছেলে মুজাহিদ হোসেন (৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়ে মা মুরশিদা বেগম অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার ছেলে মুজাহিদ হোসেন মাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই তারা অচেতন হয়ে পড়েন।

দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মা ও ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত