১৪ বছর পর নওগাঁ বিএনপির জেলা সম্মেলন

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৬: ২৭

১৪ বছর পর হতে যাচ্ছে নওগাঁ জেলা বিএনপি বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।

১১ আগস্ট সম্মেলনের তারিখ নির্ধারণ করে দিয়েছে দলের কেন্দ্র থেকে। সে লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের সকল কার্যক্রম শেষ হওয়ায় প্রার্থীরা নিজ নিজ মার্কা নিয়ে প্রচারে নেমে পড়েছে। নির্বাচনকে ঘিরে জেলার ১১টি উপজেলা ও তিনটি পৌর এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে। প্রার্থীরা নিজ নিজ মার্কা নিয়ে প্ল্যাকার্ড, পোস্টার, হ্যান্ডবিল বানিয়ে ছুটে বেড়াচ্ছেন ডেলিগেট ভোটারদের দ্বারে দ্বারে। দীর্ঘ ১৪ বছর পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জেলার সম্মেলন নেতাকর্মীদের কাছে এক অন্যরকম আমেজ সৃষ্টি করেছে। গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা রয়েছেন তাদের অনেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর আসনগুলোতে দলীয় মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন। এ কারণে ১১ আগস্ট এর দলীয় এই নির্বাচনকে ভবিষ্যতের ভাগ্য নির্ধারক হিসাবে দেখছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রথম সারির তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সভাপতি পদে রয়েছেন আটজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে নয়জন প্রার্থী রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে ২০১১ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খানকে সভাপতি এবং মো. জাহিদুল ইসলাম ধলুকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর স্বৈরশাসন আমলে নির্যাতন নিষ্পেষণের কারণে পরিবেশ না হওয়ায় আর কোনো সম্মেলন করা সম্ভব হয়নি।

এদিকে সম্মেলনের আয়োজক হওয়ায় নেতাকর্মী সমর্থকরা বেশ চাঙ্গা হয়ে উঠেছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে সকল পর্যায়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কয়েকজন ভোটারের সাথে কথা বললে তারা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এমনটা আশা তাদের। সে কারণে জেলা সম্মেলনে নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে তারা যোগ্য, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ত্যাগী নেতা দেখতে চান। যাতে করে স্বৈরাচার মুক্তদেশ পায় জনসাধারণ। ২০২৪ -এর গণঅভ্যুত্থানের শহীদের রক্ত যেন বৃথা না যায় সেটা দেখতে চান তারা।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত