ঢাকা ও চট্টগ্রামের পর এবার উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে স্টারলিংকের ফ্রি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেলোসিটি—বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পরিবেশকের প্রধান নির্বাহী কর্মকর্তা সারফুল আলম, এবং ইউনাইটেড আইসিটি অ্যালায়েন্স -এর সদস্য সচিব রিয়াদ হাসনাইন।

এছাড়া জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপি সদস্য মতিয়র রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ.টি.এম. শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান সোহাগসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বুলেট।

