আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী মণিকে শোকজ

জেলা প্রতিনিধি, বরগুনা

আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থী মণিকে শোকজ
ছবি: সংগৃহীত।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণিকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বরগুনা-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত বরিশালের সিভিল জজ শেখ ফারহান নাদিম স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়।
আগামী ৭ জানুয়ারী সকাল ১০টায় বিএনপির ওই প্রার্থীকে এই অভিযোগের বিষয় বক্তব্য বা ব্যাখা দিতে স্বশরীরে বরগুনা জেলা জজ আদালত ভবনে অবস্থিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কারণে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম আহসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন।
শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারী মোঃ শামীম আহসান। তিনি বলেন, গত ৩ জানুয়ারি শোকজের বিষয়টি অভিযোগকারী হিসেবে তাকে জানানো হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়, বিগত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসার ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় এসে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। পাঁচের অধিক লোক নিয়ে মনোনয়নপত্র দাখিল করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনি দলবল নিয়ে সহকারী রিটানিং কর্মকর্তার রুমে প্রবেশ করে উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকেন। আপনার বিরুদ্ধে সাংবাদিকদের উপর তেড়ে আসারও অভিযোগ রয়েছে।

তাছাড়া, নোটিশে নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৯নং বিধির (ঘ) নং উপবিধি এবং ১৫নং বিধির (ক) নং উপবিধির স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি বলেন, শোকজের বিষয়টি আমি এখনও অবগত নই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অফিসিয়ালি চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন