আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

জানা যায়, একদল দিনমজুর সকালে ব্যাটারিচালিত অটোতে চড়ে কাজের জন্য যাচ্ছিলেন। এ সময় একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই সাতজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...