গোমস্তাপুর পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১: ৩৮

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই- পদ্মা বাঁচাতে আমরা ঐক্য গড়ি’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণসমাবেশ করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণ-সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ।এতে প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাটের রুপপুর পারমানবিক কেন্দ্র তৈরি করতে গিয়ে লক্ষাধিক কোটি টাকা ব্যয় করেছে। সেখানে লুটপাট না করে যদি গঙ্গা-পদ্মা ব্যারেজ নির্মাণ করতো তাহলে কয়েক লক্ষ টন ফসল বেশি উৎপাদন হত। এতে দেশের খাদ্য চাহিদা পূরণ হত।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আলীনগর ইউপি চেয়ারম্যান মাসুম, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ বিএনপি নেতাকর্মীরা। এসময় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত