গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৫: ১৮

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে নজির ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজির উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের ফজের আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালে গবাদিপশুর জন্য ঘাস কাটতে বের হন কৃষক নজির। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে একটি পুকুরপাড়ে তার লাশ বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মূল সংযোগের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নজির। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত