চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অ্যান্টিভেনমের অভাবে সাপের কামড়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং আরও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৫ অক্টোবর) সদর ইউনিয়নে আলালপুর গ্রামের মো. রানাউল ইসলাম (৩৬) ও খাড়বাটরা গ্রামের মো. আজিজুল ইসলামের (৫৮) মৃত্যু হয়।
রানাউল ইসলামকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও সেখানে অ্যান্টিভেনম না থাকায় রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, ধানক্ষেতে কাজ শেষে পা-হাত ধোয়ার সময় মো. আজিজুল ইসলাম সাপের কামড়ে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া, হোসেনভিটা গ্রামের আনারুল ইসলাম (৫৫) সাপে দংশিত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম জানান, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় রোগীদের দূরে পাঠাতে হচ্ছে, ফলে ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম সরবরাহের আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

