আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

রাজশাহী অফিস

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ড্রেনের পানিতে পড়ে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে থানার শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি রাজপাড়া থানার পুলিশকে অবহিত করা হলে তারা লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...