সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্ত বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাককে ওভারটেক করতে গিয়ে মসজিদে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে গেছে একটি বাস। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ভ্যানগাড়ি চালক ওই বাসচালক মারাত্মক আহত হয়েছেন। এ ছাড়াও মসজিদটির দেয়াল, জানালা, মেঝে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। শনিবার দুপুরের আগে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মান্নান নামের একজন হেলপার ড্রাইভার হিসেবে গাড়িটি কাজিপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রীসহ যাত্রা করেছিল।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী গজারিয়া গ্রামের ভ্যানচালক হোসেন আলী জানান, তিনি এবং অপর ভ্যানগাড়ি চালক ভেওয়ামারা গ্রামের ফরিদ দুজন স্যানিটারি মালামাল পাইপ নিয়ে উত্তর দিকে পার্শ্ববর্তী বগুড়া জেলার গোসাইবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সীমান্তবাজার উত্তর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জ- কাজিপুর রুটের প্রিয় এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব-১১৩০৭৬) বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা ফরিদের মালবাহী ভ্যানগাড়ীতে ধাক্কা দিয়ে রাস্তার পাশে মসজিদের দেয়ালে ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ফরিদের ডান কাঁধ ও হাত, মাথায় মারাত্মক আঘাত পায়। এবং গাড়িচালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। মসজিদ কমিটির একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, এ দুর্ঘটনায় মসজিদের জানালা, দেয়াল, মেঝে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়াও ভ্যানগাড়িতে থাকা মালামাল ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চালক মান্নান জানান, তার বাড়ি সিরাজগঞ্জের সদরের মিরপুরে, পিতা- মৃত সোলায়মান হোসেন। তিনি মূলত একজন হেলপার। প্রিয় এন্টারপ্রাইজ বাসটি ড্রাইভার হিসেবে চালিয়ে সোনামুখী থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এবং সীমান্ত বাজারে দুর্ঘটনায় পতিত হন। তার মাথায় ৬/৭টি সেলাই ও আঘাত রয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটির মালিক কর্তৃপক্ষ আরজু জানান, ওই গাড়িটি প্রকৃত ড্রাইভার চালাচ্ছিল, হেলপার গাড়ি চালিয়ে চালিয়ে ড্রাইভার হয়, সড়কে গাড়ি চললে দুর্ঘটনা হবেই। দুর্ঘটনায় পতিত বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনা স্থল পরিদর্শন শেষে কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ইনভেস্টিগেশন) আবু সাইদ বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

