আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

উপজেলা প্রতিনিধি, পাবর্তীপুর (দিনাজপুর)

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
ছবি: সংগৃহীত।

পাবর্তীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার সময় পাবর্তীপুর - বদরগজ্ঞ সড়কের ক্যানেলের ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয। এতে ঘটনাস্থলে আসিফ ইকবাল (২২) নামে এক যুবক মারা যায়। আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহতরা হলেন, শানিল(২১), শুভ দেবনাথ(২৫), ও লিটন। প্রত্যক্ষদর্শীরা জানান, খোলাহাটি থেকে পাবর্তীপুর শহরে আসিফ ইকবাল বেপরোয়াভাবে মটর সাইকেল চালিয়ে এসে ক্যানেলের ব্রিজের সামনে লিটনের মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পাবর্তীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন