জয়পুরহাটে ব্যাংকে টাকা জমা দেয়ার ভুয়া চালান ব্যবহার করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদাম থেকে সার তোলার চেষ্টাকালে ডিলারের ছেলেকে আটক করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হাসিব আল মামুন (৩২) স্থানীয় বিসিআইসি ডিলার মেসার্স মামুন ব্রাদার্স–এর মালিক মামুনুর রশিদের ছেলে এবং ঠিকাদারের প্রতিনিধি হিসেবে বাফার গুদাম থেকে সার উত্তোলন করতেন। বাফার গুদামের হিসাব কর্মকর্তা এস এম হাসানুর রহমান জানান, হাসিব দু’টি জমা চালান দেন। জয়পুরহাট শাখায় সাড়ে সাত লাখ টাকা এবং পাঁচবিবি শাখায় নয় লাখ টাকা। প্রথমটির জমা নিশ্চিতকরণ বার্তা পাওয়া গেলেও দ্বিতীয়টির ক্ষেত্রে বার্তা আসেনি।
পাঁচবিবি শাখায় যোগাযোগ করে জানা যায়, ওই ৯ লাখ টাকার কোনো চালানই ইস্যু হয়নি। পরে হাসিবকে গুদামে আটকে রেখে পুলিশে দেয়া হয়।
জয়পুরহাট থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে।

