আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভিক্ষুকের ঘর থেকে মিললো দুই বস্তা টাকা

উপজেলা প্রতিনিধি, (রায়গঞ্জ) সিরাজগঞ্জ
ভিক্ষুকের ঘর থেকে মিললো দুই বস্তা টাকা

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর গ্রামে ভিক্ষুক ‘সালেকা পাগলী’র ঘর থেকে মিলেছে দুই বস্তা টাকা। তিনি মৃত আব্দুস ছালামের স্ত্রী, যার নাম সালেকা বেগম। যাকে সবাই ‘সালেকা পাগলী’ নামে চিনতেন। তিনি দীর্ঘদিন ধরে পৌর এলাকার ১ নম্বর রায়পুর মিলগেট সংলগ্ন একটি পরিত্যক্ত কক্ষে একা বসবাস করতেন। ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করতেন এবং প্রাপ্ত অর্থ নিজ কক্ষে সঞ্চয় করে রাখতেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা দেখতে পান, সালেকার বসতঘরের পাশে থাকা একটি বস্তা পুকুরে ভেসে উঠেছে। সন্দেহবশত বস্তাটি খুলে দেখলে এর ভেতর থেকে দুই বস্তা ভর্তি টাকা পাওয়া যায়। বিভিন্ন মূল্যের নোট—এক, দুই, পাঁচ, দশ, পঞ্চাশ ও শত টাকার নোটে ভর্তি ছিল বস্তাগুলো।

স্থানীয়দের ধারণা, বহু বছর ধরে ভিক্ষা করে জমিয়ে রাখা অর্থই ছিল ওই বস্তাগুলোতে। নিরাপদ জায়গা না থাকায় সালেকা পাগলী ঘরের কোণে বস্তায় ভরে সেই টাকা সংরক্ষণ করেছিলেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, বস্তার ভিতরে বিপুল পরিমাণ টাকা রয়েছে। এখনো সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধার করা টাকা গণনা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন