সরকারি জায়গায় আ.লীগের অফিস নির্মানের চেষ্টা, বন্ধ করলো ইউএনও

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২০: ০৫

বগুড়ার সারিয়াকান্দিতে হাটের জায়গা দখল করে নির্মিতব্য আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।

সোমবার সকালে কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা চরে ইউএনও শাহরিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান, পুলিশ এবং ভূমি অফিসের সার্ভেয়ারদের নিয়ে সরেজমিনে গিয়ে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করেন। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত কিছু ইট জব্দ করে স্থানীয় একটি স্কুলের সংস্কারের জন্য দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত রবিবার শোনপচা হাটের ইজারাদার ইউএনও’র কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, হাট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজহার আলী মন্ডল হাটের জায়গা দখল করে অবৈধভাবে কার্যালয়টি বানাচ্ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সরকারি জায়গা দখল করা সম্পূর্ণ অন্যায়। বিশেষ করে হাটের জায়গায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় বানানো আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে নির্মাণাধীন এই কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন জানান, অতীতেও এই জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ছিল। তবে এবার আর এই ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত