শিবগঞ্জ জামায়াতের অমুসলিম শাখার কমিটি সজল চন্দ্র দাসকে সভাপতি ও অসীম কুমারকে সেক্রেটারি করে শিবগঞ্জ জামায়াতের অমুসলিম শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে অমুসলিমদের নিয়ে এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও রনজিৎ মোহন্তকে সাংগঠনিক সম্পাদক, আনন্দ কুমারকে অর্থ সম্পাদক, মোনরঞ্জন মোহন্তকে প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঝুনু, উৎপল চন্দ্র, নেপেন চন্দ্র পাল, সবুজ চন্দ্র মালী, সুমন রাজভর ও শংক চন্দ্র।
এ সময় এলাকার শতাধিক অমুসলিমরাসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা কামাল হোসেন প্রমুখ।

