শ্রমিকদের বেতন বাড়ানের দাবিকে কেন্দ্র সৃষ্ট সমস্যার সমাধান না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে মালিক পক্ষ।
শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর বাস চলাচল শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেতন বাড়ানা হবে না জানিয়ে দেয় মালিক পক্ষ।
সংশ্লিষ্টরা জানান, রাজশাহী ও নাটোর জেলা থেকেও ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক পক্ষ।

