আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ শহরে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার সাভার থানার আলফা জোন অ্যান্ড কোম্পানি থেকে সাকিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর বিকেলে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে একটি সিএনজির ভিতরে বসেছিল। এসময় অজ্ঞাতনামা ৩০-৩৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে কলেজছাত্র আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে।

হত্যার ঘটনায় নিহতের পিতা রেজাউল করীম বাদী হয়ে সাকিনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জন যুবককে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেন। ঘটনার পর মো. সাকিন পলাতক ছিলেন। গতকাল ৭ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন