দৈনিক আমার দেশ পত্রিকায় রোমান আলীর জীবনসংগ্রাম ও কৃতিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। অটোরিকশা চালিয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালিয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া রোমান আলীর পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা সহায়তায় এগিয়ে আসেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
রোমানের বিষয়টি ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নজরে আসলে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক শিক্ষা খরচ বাবদ তাৎক্ষণিক সহায়তা প্রদান ও ভবিষ্যতে পাশে থাকার কথা জানান।
এ সময় উপজেলার মুশরীভূজা গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. নিয়ামত আলীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের রোমান আলী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।
বাল্যকাল থেকেই বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটনের মধ্যেও রোমান রিকশা চালিয়ে স্কুলে গেছেন এবং পড়ালেখা চালিয়ে গেছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানের পড়ালেখার জন্য আর্থিক ভাবে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

