বগুড়ায় ক্যানসার ও কিডনি রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দলীয় কার্যালয়ে আক্রান্তদের চার লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এদের মধ্যে ক্যানসার আক্রান্ত দুজনকে ৫০ হাজার করে এবং কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত দুজনকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ (সোনাতলা- সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামসহ আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাজউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন প্রমুখ।

