আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদা না পেয়ে রাইস মিলে আগুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চাঁদা না পেয়ে রাইস মিলে আগুন

সিরাজগঞ্জে রাইস মিল মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আগুন দিয়ে মিল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ জানান, ১২ দিন আগে তার মিলে একটি চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল। তাতে লেখা ছিল, ‘১০ লক্ষ টাকা না দিলে মিল ও মিল মালিককে পোড়ায়া দিমু।’ এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তিনি আরও বলেন, সেই চিরকুটের লেখাই আজ সত্যি হলো। আগুনে তার মিলের ১০০ মণ ধান, দুই ট্রাক ঝুট, পানির পাম্প ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই মিল মালিকের ঘরে থাকা ধান ও কাপড়ের ঝুট পুড়ে গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায় নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন