চেলোপাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৯: ২০

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনায় বাদী হয়ে রাসেল নামে এক ব্যক্তি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত বৃহস্পতিবার বিকেল ২টা থেকে ৪টার মধ্যে কয়েক দফায় সংঘর্ষে থমথমে হয়ে ওঠে পুরো এলাকা। এসময় অগ্নিসংযোগে ২০টি ঘর ও দোকানে অগ্নিসংযোগ করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শহরের সান্দার পট্টি ও নারুলী পশ্চিম পাড়ায় দীর্ঘদিনের দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, রড, লাঠি, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা মধ্যে রণক্ষেত্রের পরিণত হয়।

মামলার বাদী রাসেল জানান, সংঘর্ষের সময় দুর্বৃত্তরা বাদীর দোকানে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দুইঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একই সঙ্গে জগলুর করিম, মুক্তার হোসেন ও সাইফুল ইসলামের বাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় চালানো হয় লুটপাটও।

তিনি বলেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। তার প্রতিবাদ করাতেই ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, আমরা সংঘর্ষের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি। তা বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হচ্ছে। দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু হবে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বড়াইগ্রামে গোডাউনে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

প্রশ্নের সেট ‘পদ্মা’পেয়ে বারবার কাশি, আটক চাকরিপ্রার্থী কৃষ্ণকান্ত

ভারতের ভণ্ডামি গণতন্ত্র, মধ্যপ্রাচ্যের উচিত সম্পর্ক পুনর্বিবেচনা করা

মাগুরায় প্রথম বিভাগ ফুটবল লিগে মুসলিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত