আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার: আমীর খসরু

রংপুর অফিস
দেশে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার: আমীর খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ এই মুহূর্তে দরকার একটা নির্বাচিত সরকার। আমি যে কথাগুলো বলেছি তার বাস্তবায়ন করতে হলে একটা নির্বাচিত সরকার প্রয়োজন। আর এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ কেউ করবে না।

সবাই তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। এখানে বিদেশ থেকে যারা আসে আমাদের জিজ্ঞেস করে ‘আপনাদের নির্বাচনটা কবে বলেন’। তারা তো অন্তর্বর্তী সরকারের সঙ্গে কমিটমেন্টে যাবে না। সুতরাং সবাই বসে আছে হাত গুটিয়ে। সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার উন্নয়নের অঙ্গীকার শীর্ষক মতবিনিময়ে সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা একেকটা দিন নষ্ট করছি অনির্বাচিত সরকারের উপস্থিতিতে। একেকটা দিন পিছিয়ে যাচ্ছি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি।

তিনি বলেন, রংপুরে স্কিল ডেভেলপ করব আমরা। রংপুরে বড় বড় ভবন পড়ে আছে, সেগুলোকে কাজে লাগাচ্ছে না। সেগুলোকে কাজে লাগাতে হবে। আমরা সবকিছু অনলাইনে নিয়ে যাব। কোন অফিসে যেন আপনাদের যেতে না হয়। ঘুস দিয়ে আর কাজ করতে হবে না।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনের সভাপতিত্বে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জিয়াউদ্দীন হায়দার, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ আট জেলার নেতারা বক্তব্য দেন। এ সময় রংপুর বিভাগের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন