লালমনিরহাটে এক অভিযানে বৃহস্পতিবার গভীর রাতে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল, ১৩৩ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র্যাব আসামির বাড়িতে অভিযান চালায়।
এ সময় ভেলাবাড়ীর সমীর উদ্দিনের স্ত্রী ও মাদক ব্যবসায়ী আয়না বেগমকে আটক করা হয়। আসামি আয়নার দেওয়া তথ্যের ভিত্তিতে তার উত্তর দুয়ারীর শয়নঘরের খাটের নিচ থেকে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল মাদক জব্দ করা হয়।
শুক্রবার সকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

