শেখ হাসিনার সংবিধানই তাকে স্বৈরাচার বানিয়েছে: বদিউল আলম

রংপুর অফিস
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৭: ১৪
আপডেট : ৩১ মে ২০২৫, ১৭: ২৩

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনার সংবিধানই তাকে স্বৈরাচার বানিয়েছে। যেদিন ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীকে প্রতিহত করছে ছাত্ররা সেদিনই হাসিনার পতন নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে রংপুর আরডিআরএসের সম্মেলনে জাতীয় নাগরিক ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে যেগুলো দিয়েছিল তারা সেগুলো করতে পারেনি বা করে নাই, বরং তারা স্বৈরাচারে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি টাকার খেলা বন্ধ করতে। নির্বাচন আসলে টাকার খেলা শুরু হয়, সেগুলো যেন বন্ধ হয়।

বদিউল আলম বলেন, আমরা যদি সবাই সবার কাজটা করি তাহলে একটা সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। যেগুলো সংস্কারের জন্য রাজনৈতিক দলের সম্মতির দরকার হবে না। সংবিধানের সংশোধন করা লাগবে না, সরকার এগুলো সংস্কার বাস্তবায়ন করতে পারে। আমরা এই সমস্ত সংস্কারগুলো সরকারকে দিয়েছি। তারা এগুলো বিবেচনায় নিয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের ব্যাপারে একমত হয়ে যায়। এবং তারা যদি নির্বাচনের জন্য দীর্ঘমেয়াদী যেগুলো প্রস্তুতি আছে সেগুলো যদি করা শুরু করে তাহলে দ্রুত নির্বাচন হওয়া সম্ভব।

তিনি আরো বলেন, জুলাই মাসের মধ্যে যদি আমরা জাতীয় সনদ স্বাক্ষর করতে পারি। সবাই যদি একমত হয়। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যদি রাজি হন, তাদের করণীয়গুলো যদি করেন তাহলে দ্রুত নির্বাচনের পথে আর কোনো বাধা থাকবে না। আমরা যদি মনে করি, সবাই সবার করণীয় করি তাহলে দ্রুত নির্বাচন হতে পারে। এবং তার মাধ্যমে আমাদের একটি গণতান্ত্রিক উত্তোরন ঘটতে পারে। চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। জাতীয় সনদের যদি স্বাক্ষর করাতে পারি, তাহলে নির্বাচনে আর কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবোর্চ্চ শক্তি নিয়োগ করেছি প্রতিবাদ করতে ও মানুষকে সচেতন করতে। কিন্তু আবু সাঈদের পথে আনতে পারি নাই। আমরা বুক পেতে দিতে পারি নাই। সাঈদ হিরো, আমার হিরো। আবু সাঈদের বুক পেতে দেওয়ার লক্ষ্য মানুষের উৎসাহিত হয়েছে অনেক মানুষ রাস্তায় নেমেছে আর পতন হয়েছে।

উম্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ৩০% নারীর সংসদে নির্বাচনে নিয়ে আসতে হবে।

এ সময় বক্তব্য দেন প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যমত্য কমিশনের বিশেষ সহকারী মনির হায়দার, রংপুর মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত