ছাত্র-জনতার রক্তে অর্জিত এ স্বাধীনতা, রক্ষা করতে হবে: ফারুক-ই-আজম

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৯: ১৪
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৯: ১৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, আমাদের কথা বলার স্বাধীনতা ছিলো না, কোনো দাবি দাওয়া করার সুযোগ ছিলো না। এদেশের তরুণ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এটা আমাদেরকে রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে উপজেলার প্রশাসন হল রুমে নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

তিনি বলেন, আমরা প্রত্যেকেই জন্মগতভাবে উদ্যোক্তা। শুধু আমাদের ইচ্ছা শক্তি কাজে লাগানো। আমাদের দেশ এমন দেশ যে দেশে পাখির বিস্টা থেকে বৃক্ষের জন্ম হয়। আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য শুধু ইচ্ছাটাই বড় বিষয়। চরাঞ্চলের যাতায়াতের জন্য একটি নৌ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করবো। যদি আমার অফিসের আওতায় থাকে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসকের প্রস্তাবের আলোকে চরাঞ্চলের জন্য একটি মন্ত্রণালয় কারার বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট প্রস্তাব করা হবে। যাতে চরের উন্নয়ন চরাঞ্চলের মানুষের মতামতের ভিত্তিতে করা যায়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুশরাত সুলতানার সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান ও সচিব মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত