পঞ্চগড়ে ৯ অনলাইন জুয়াড়িকে জেল-জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২০: ৩১

পঞ্চগড়ে অনলাইন জুয়া খেলার সময় নয়জন জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার পূর্ব ইসলামবাগ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়া সাইটে নিয়মিত জুয়া খেলার পাশাপাশি অন্যদের উৎসাহিত করছিলেন বলে জানায় সেনাবাহিনী।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক নয়জনের মধ্যে তিনজনকে জরিমানা এবং বাকি ছয়জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তারা হলেন পঞ্চগড় জেলা শহরের পূর্ব ইসলামবাগ এলাকার ফারুক হোসেন (২৬), জাহিদ ইসলাম (৪৫), শফিকুল ইসলাম, শাহাজাহান (৪০), দেলোয়ার (৪০) ও জয়নাল (২৭)।এলাকার সাধারন মানুষ অভিযোগ করেছে, কম বয়সের ছেলেদের পাশাপাশি এই এলাকায় অধিকাংশ ঘরের নারীরাও বিভিন্ন এনজিও  থেকে ঋণ নিয়ে এই অনলাইন জুয়ায় আসক্ত। প্রায় প্রতিটি পরিবারে একাধিক সদস্য এই জুয়ায় আসক্ত হয়ে পড়েছে।

অনেকে জমি জায়গা বিক্রি করে জুয়ায় হেরে ঋনে জর্জরিত। এর প্রভাব পড়েছে সমাজ এবং  পরিবারে। হতাশা, মাদক,অনৈতিক কর্মকান্ড বাড়ছে আশংকাজনক হারে। প্রতিটি মহল্লায় এরা চিহ্নিত।   সচেতন মহল এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে। 

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান জানান,  অনলাইন জুয়া মহামারীর মতো ছড়িয়ে পড়ছে।  অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।  তাই আমরা অনলাইন জুয়া খেলোয়াড় ও এই চক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছি। এরই অংশ হিসেবে আজ ৯ জনকে জেল জরিমানা করা হয়েছে।  আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত