আ.লীগের নেতাকর্মীদের দখলে ওয়াকফ এস্টেটের জমি

রংপুর অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭: ৩৬

আওয়ামী লীগের দখলে থেকে ওয়াকফ এস্টেটের জমি উদ্ধারের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আব্দুল হাকিম ওয়াকফ এস্টেট পরিবারের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মাহিগঞ্জ পূর্ব মহিন্দ্রা এলাকার নূর হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার দাদা মৃত আব্দুল হাকিম মিয়া ওয়াকফ করে দিয়াছেন। ওয়াকফ স্টেটের সত্যমতে আমি মোতায়াল্লী নিয়োগ প্রাপ্ত হয়েছি। কিন্তু আব্দুল হাকিম মিয়া ওয়াকফ স্টেটের জমি নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ওয়াকফ স্টেটের অন্যান্য জমি নিজেদের বলে দাবি করার পাশাপাশি ওয়াকফ স্টেটের মোতয়াল্লী সেজে ভুয়া কাজগপত্র তৈরি করে জমিগুলো দখলে নিয়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর অত্যাচারী ও দখলবাজ পূর্ব মহিন্দ্র এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে লুৎফর রহমান, ইসাহাক আলীর ছেলে মহুবর রহমান, মৃত আলতাব হোসেন আশরাফুল ইসলাম, মুক্কু মিয়ার ছেলে মমিনুল। মাহিগঞ্জ স্বচায এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আমিনুল হক, মৃত আহাম্মদের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে আফজাল হোসেন, মৃত মোস্তফা মিয়া আব্দুল কুদ্দুস, মৃত তোজাম্মেল হোসেন মতিয়ার রহমান, মৃত আব্দুল আজিজ মতিয়ার রহমান। এ বিষয়ে জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসন ও সেনাক্যাম্পে অভিযোগ করেছি।

তিনি বলেন, ভূমি দস্যুদের কবল থেকে জমিটি উদ্ধার না হলে যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। একারণে আমরা জেলা প্রশাসক, ওয়াকফ অফিস, পুলিশ ও সেনা বাহিনীর ক্যাম্পে অভিযোগ দিয়েছি।

নূর হোসেন আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে তারা ও তাদের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের পরিবারের সদস্যদের উপরে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে ও বাসার আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় পরিবারের ৮-১০ জন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তারা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে আমাদের উপরে আবারও হামলা করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, যারা এখন দখল করে রেখেছেন তাদের কোনো প্রকার কাগজপত্র নেই। তারা ক্ষমতার জোরে ঐসময় জমি গুলো দখল করে নেয়। এখন তারাই আবার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সাথে যোগসাজসে তাদের আয়ত্তেই জমিগুলো রেখেছে।

এ সময় আব্দুল হাকিম ওয়াকফ এস্টেট পরিবারের সদস্য তৈয়ব আলী, ইসলাম মিয়া, আলম মিয়া, মোশারফ হোসেন, মোজাফ্ফর হোসেন, মুকুল মিয়া, মাহমুদা বেগম, আসমা বেগম ও মহতুন নেছা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত