
জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
তিন বাংলাদেশি হলেন- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরণ্য কুমার ভৌমিক। উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তারা দেশে ফেরেন।
এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান। এ সময় দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশ করেন। বিএসএফ কোম্পানি কমান্ডার এই তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন।
পরে বিএসএফের হাতে আটকদের নাম ও ঠিকানা নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিজিবি পুলিশের মাধ্যমে যোগাযোগ করে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। রাতে আটকদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তিন বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

পঞ্চগড়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
তিন বাংলাদেশি হলেন- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরণ্য কুমার ভৌমিক। উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তারা দেশে ফেরেন।
এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান। এ সময় দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশ করেন। বিএসএফ কোম্পানি কমান্ডার এই তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন।
পরে বিএসএফের হাতে আটকদের নাম ও ঠিকানা নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিজিবি পুলিশের মাধ্যমে যোগাযোগ করে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। রাতে আটকদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তিন বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে অবস্থিত মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত স্মৃতিসৌধটি অযত্নে অরক্ষিত থাকায় বর্তমানে বেহাল দশায় রয়েছে। স্মৃতিসৌধের চারপাশের সীমানা গ্রিল ভেঙে চোরে নিয়ে গেছে এবং ভেতরে জামা কাপড়,খড়খুটা, গরুর গোবর শুকাতে দেখা যায়।
৯ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী (স্ত্রী) সম্বোধন করা বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
২৬ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার পেয়েছেন ৩৬১০ কৃষক। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/২০২৫-২৬ মৌসুমে শীতকালীন বীজ সহায়তার সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
২৯ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাটে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সমাবেশপূর্ব মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবিরহাট জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন অংশগ্রহণ করেন।
৩০ মিনিট আগে