আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে বাসের ধাক্কা, যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে বাসের ধাক্কা, যাত্রী নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ১ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার ইকরচালী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মোতালেব হোসেন (৩৫)। তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে ও আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন