আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবশেষে ৩ দিন পর সেই নারীর মাথা উদ্ধার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

অবশেষে ৩ দিন পর সেই নারীর মাথা উদ্ধার

লালমনিরহাটে আদিতমারী উপজেলার কুটিবাড়ি সীমান্তের ১৫০ গজ ভেতরে একটি তামাক ক্ষেত থেকে সেই নারীর মাথা উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে সদর উপজেলার ফুলগাছ এলাকায় ভুট্টাক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ওই নারী হাসিনা বেগম (৪৪), তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, স্থানীয়দের সহায়তায় শুক্রবার সন্ধ্যায় নিহতের সতীন আশরাফুলের প্রথম স্ত্রী মেহেরুন বেগমকে (৪৮) আটক করা হয়। তার দেয়া তথ্যমতে শনিবার দুপুরে সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মণ্ডলের নেতৃত্বে নিহতের মাথা উদ্ধার করা হয়। তার স্বামী আশরাফুলকেও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...