নদী ভাঙন রোধে পদক্ষেপ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০১

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের ‘মধ্য চরসাজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়’ টি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে স্কুল মাঠের পাশে নদীর ধারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাথে একাত্ত্বতা প্রকাশ করে এলাকাবাসীও মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন স্কুলের প্রধান শিক্ষক আকিদুল ইসলাম ও চরসাজাই দাখিল মাদ্রাসার শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।

প্রধান শিক্ষক আকিদুল ইসলাম বলেন, আমাদের ‘মধ্য চরসাজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ২০০৮ সাল থেকে সোনাভরী নদীর ধারে অবস্থান করছে। গতো কয়েক বছর তেমন ভাঙ্গন না থাকলেও এবারের ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম। আমরা উপজেলা প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বিদ্যালয়টি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করে শিক্ষার্থীদের পড়ালেখার ধারা অব্যাহত রাখে।

কোদালকাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়টি পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও অনেক উন্নত। বিদ্যালয়টির মাঠ ইতোমধ্যে সোনাভরী নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিদ্যালয়ের ভবন এখন নদীর একেবারে কিনারে অবস্থান করছে।বিদ্যালয়টি রক্ষা করতে না পারলে এলাকার অনেক শিক্ষার্থী পড়ালেখা থেকে ঝরে পড়বে।

উল্লেখ্য, ‘চরসাজাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে সুশৃঙ্খল ও মানসম্মত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও বেশ কয়েকবার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত