নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৪: ৫৩

নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে সৈয়দপুর সড়কে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন হরিবল্লভ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নাহিদ ইসলাম (২৩) জেলার সদর উপজেলার সোনারায় ধনীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মোটরসাইকেল নিয়ে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। ওই স্থানে আসামাত্র একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে নাহিদের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, মরদেহ থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত